শিরোনাম :
Logo আগামীকাল খুবিতে বায়স্কোপের ‘প্রাণময় লোকসন্ধ্যা মাটির টান পর্ব-২’ Logo খুবিতে শিক্ষা ডিসিপ্লিনের নবীনবরণ অনুষ্ঠিত! Logo সাংবাদিকদের টাকা-মোবাইল দেয় শিক্ষকরা’- কুবি উপাচার্য Logo যমুনা রেল সেতুর পিলারে  ফাটল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল Logo সমন্বয়ক পরিচয়ে প্রাণনাশের হুমকির’ অভিযোগ- অভিযুক্তের অস্বীকার Logo শেরপুরে নলকূপ খননে গ্যাসের সন্ধান, আগুনে রান্না করছেন স্থানীয়রা! Logo ধৈর্যের মূর্ত প্রতীক: শাহাদত হোসেন বিপ্লব Logo কালিবাড়ি মোড়ে ‘কাশমিরী সুইটস এন্ড লাইভ বেকারী’র শুভ উদ্বোধন! Logo জলবায়ু পরিবর্তন, এসআরএইচআর ও সেবার চ্যালেঞ্জ নিয়ে চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা Logo ইবিতে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ক্যাম্পাস ২০২৫’

চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে এক শ্রমিকের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫১:২৩ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদায় লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আশাদুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছে লাটা হাম্বারের চালক মিলন (৪০) ও হেলপার বাবু (২৬)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দৈউলী শেষেরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশাদুল ইসলাম নাপিতখালি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও আহত চালক মিলন একই গ্রামের মক্কর আলির ছেলে।
জানা যায়, দামুড়হুদা সদর ইউনিয়নের নাপিত খালি গ্রামের আশাদুল হক কাদের মিয়ার দেশ ইট ভাটায় কাজ করার উদ্যেশে যাচ্ছিলো। যাওয়ার সময় একই গ্রামের মিলন ও বাবু মিয়াকে লাটাহাম্বারে উঠিয়ে নেয়।

পথিমধ্যে দৈউলী গ্রামের শেষে পৌঁছালে অসাধনতার করণে লাটাহাম্বারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরের মধ্যে উল্টে যায়।
পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক আশাদুল ইসলামকে মৃত ঘোষণা করে ও আহত ।এ দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে আহত ড্রাইভার মিলন ও হেলপার বাবু প্রাথমিক চিৎকিসা নিয়ে বাড়ি ফিরে আসেন।
নিহত আশাদুল হক চিৎলা দেশ ভাটায় তবলদারের কাজ করতেন, তার সংসার জীবনে ১ ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে। নিহত আশাদুল হক ও আহত মিলন ও বাবুকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করে। এদিকে, গতকাল মঙ্গরবার বাদ যোহরের জানাজা শেষে তাঁর নিজ গ্রামে দাফনকার্য্য সপ¥ন্ন করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, লাটাহাম্বারের নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে আশাদুল নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল খুবিতে বায়স্কোপের ‘প্রাণময় লোকসন্ধ্যা মাটির টান পর্ব-২’

চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে এক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫১:২৩ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০

নিউজ ডেস্ক:দামুড়হুদায় লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আশাদুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছে লাটা হাম্বারের চালক মিলন (৪০) ও হেলপার বাবু (২৬)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দৈউলী শেষেরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশাদুল ইসলাম নাপিতখালি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও আহত চালক মিলন একই গ্রামের মক্কর আলির ছেলে।
জানা যায়, দামুড়হুদা সদর ইউনিয়নের নাপিত খালি গ্রামের আশাদুল হক কাদের মিয়ার দেশ ইট ভাটায় কাজ করার উদ্যেশে যাচ্ছিলো। যাওয়ার সময় একই গ্রামের মিলন ও বাবু মিয়াকে লাটাহাম্বারে উঠিয়ে নেয়।

পথিমধ্যে দৈউলী গ্রামের শেষে পৌঁছালে অসাধনতার করণে লাটাহাম্বারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরের মধ্যে উল্টে যায়।
পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক আশাদুল ইসলামকে মৃত ঘোষণা করে ও আহত ।এ দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে আহত ড্রাইভার মিলন ও হেলপার বাবু প্রাথমিক চিৎকিসা নিয়ে বাড়ি ফিরে আসেন।
নিহত আশাদুল হক চিৎলা দেশ ভাটায় তবলদারের কাজ করতেন, তার সংসার জীবনে ১ ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে। নিহত আশাদুল হক ও আহত মিলন ও বাবুকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করে। এদিকে, গতকাল মঙ্গরবার বাদ যোহরের জানাজা শেষে তাঁর নিজ গ্রামে দাফনকার্য্য সপ¥ন্ন করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, লাটাহাম্বারের নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে আশাদুল নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।