নিউজ ডেস্ক:ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ সোহরাব হোসেন নামে এক ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, শহরের বিষয়খালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় সোহরাব হোসেনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি। গ্রেফতারকৃত সোহরাব হোসেনের নামে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে তিনি জানান।























































