নিউজ ডেস্ক:ধানের ন্যায্যমূল্যের দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কৃষক দল। গতকাল রোববার পৃথক পৃথকভাবে এ স্মারকলিপি প্রদান করে কৃষক দল নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা:
ধানের ন্যায্যমূল্যের দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে চুয়াডাঙ্গা জেলা কৃষক দল। গতকাল রোববার বেলা ১১টায় এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দল সভাপতি এ্যাড. আ. স. ম. আব্দুর রউফ, কৃষক নেতা মখলেছুজ্জামান মখলেছ, এ্যাড. আনছার আলী, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ প্রমুখ।
মেহেরপুর:
মেহেরপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধানের ন্যায্যমূল্যের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মেহেরপুর জেলা কৃষকদল। গতকাল রোববার দুপুরে জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে কৃষক দলের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আখেরুজ্জামান, যুগ্ম সম্পাদক আরমান আলী প্রমুখ।