জীবননগরে ভৈরব নদী থেকে মাটি উত্তোলন করে বিক্রির ঘটনা
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার মনোহরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার অপরাধে এ জরিমানা করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন। জানা গেছে, জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের প্রভাবশালী এক চক্র বেশ কিছুদিন যাবত ওই গ্রামের ভৈরব নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে তা ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে। খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনসহ রুবেল নামে একজনকে আটক করেন। এরপর তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে রুবেলকে ২০ হাজার টাকা জরিমানা করেন।