চুয়াডাঙ্গায় জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা : প্রতিপাদ্য
নিউজ ডেস্ক:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আহ্বান করা হয়। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে বিগত বৎসরের কর্মসূচী ও জাতীয় কর্মসূচীর আলোকে সর্বসম্মতিক্রমে এ বছরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যে রয়েছে- আগামী ২৫ মে কাজী নজরুলের ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘরের সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। পবিত্র রমজান মাস চলমান থাকায় এ সিদ্ধান্ত নেয়া হলেও ঈদের পর কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। জাতীয় কর্মসূচীর সঙ্গে মিল রেখে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দা নাফিস সুলতানা, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর এসএম ই¯্রাফিল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের রঘুনাথ পাল, কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন শুকলাল, বাংলাদেশের সাম্যবাদী দল-চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক আলাউদ্দীন উমরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ।























































