চুয়াডাঙ্গা শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিউজ ডেস্ক:পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকালের দিকে শহরের টাউন ফুটবল মাঠ এলাকা থেকে শুরু করে বড় বাজার, পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় নানা অনিয়মের কারনে চারটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে টাউন ফুটবল মাঠ এলাকার খান ফ্লাওয়ার মিল এন্ড সেমাই ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও পণ্যের মোড়কীকরণ বিধি লংঘন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা, বাদুরতলার জাহিদ ফ্লাওয়ার মিলকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা ও হাসান ফ্লাওয়ার মিলে মেয়াদ উত্তীর্ণ আটা-ময়দা সংরক্ষণ ও বিক্রয় এবং মোড়কজাতকরন আইন ভঙ্গ করায় ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে চুয়াডাঙ্গা বড় বাজারের পুরাতন গলিতে প্রসাধনী সামগ্রির আমদানী ও বিপণনের উপর অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিক সামগ্রি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে পুলক গিফট কর্নার নামক কসমেটিকস এর মালিক পবিত্র কুমারকে ১০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কয়েকটি কাপড় ব্যবসায়ীকে আসন্ন ঈদ উপলক্ষে দাম বেশি না নেয়ার জন্য সাবধান করে দেয়া হয়। অভিযানের সহযোগিতায় ছিলেন জেলা ক্যাব’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও জেলা পুলিশের সদস্যরা। পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে জনস্বার্থে এ রকম অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।