চুয়াডাঙ্গায় ইয়াবাসহ বরকত ও সাইফুল আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪০:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে। গত রোববার দিবাগত রাত ২টার পর পৌর এলাকার রেলবাজারের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ কররে গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়। আটকৃতরা হলো- শান্ত ওরফে বরকত (২৮) ও সাইফুল ইসলাম রানা (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই জমিস উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স রাত্রীকালীন অভিযানের সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজার এলাকার কড়ই গাছের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পৌর এলাকার জোয়ার্দ্দারপাড়ার আশফার হোসেনের ছেলে শান্ত ওরফে বরকত ও মাঝেরপাড়ার জিনারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রানাকে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীদের শরীর তল্লাশী করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকালই তাদের আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ বরকত ও সাইফুল আটক

আপডেট সময় : ১১:৪০:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে। গত রোববার দিবাগত রাত ২টার পর পৌর এলাকার রেলবাজারের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ কররে গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়। আটকৃতরা হলো- শান্ত ওরফে বরকত (২৮) ও সাইফুল ইসলাম রানা (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই জমিস উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স রাত্রীকালীন অভিযানের সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজার এলাকার কড়ই গাছের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পৌর এলাকার জোয়ার্দ্দারপাড়ার আশফার হোসেনের ছেলে শান্ত ওরফে বরকত ও মাঝেরপাড়ার জিনারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রানাকে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীদের শরীর তল্লাশী করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকালই তাদের আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।