নিউজ ডেস্ক:আলমডাঙ্গার লক্ষীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালি ও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ সময় বালির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে আহম্মেদ আজাদ হোসেনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ১৯৯৫ এর ১৫ ধারায় দোষী সাবস্ত্য করে অবৈধভাবে বালি রাখার অপরাধে ১০ হাজার টাকা (১ মাসের অনাদায়ী জেল) প্রদান করা হয়। এ সময় অবৈধ বালি ও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান জানান, অবৈধভাবে বালি উত্তলন করলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মোবাইল কোর্ট পরিচালনার সহযোগিতা করেন মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনর্চাস এএসআই জামাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।
বুধবার
১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ