নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালি এলাকা থেকে গত বুধবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দেশী তৈরী ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে সুলাইমান, ফরিদপুরের মধুপুরের আশাপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে রাকিব মন্ডল, মাজেদ শিকদারের ছেলে রাসেল শিকদার ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুমন। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের খবরের সত্যতা স্বীকার করেছেন।