নিউজ ডেস্ক:দর্শনায় পুলিশের অভিযানে ৮৫ গ্রাম গাঁজাসহ মুন্না (২৮) নামের এক মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার সকাল পৌনে ৭টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মুন্না দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার আ. কুদ্দুসের ছেলে। পুলিশ জানায়, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ এমএম সেলিম হোসেনের নেতৃত্বে এএসআই লাভলু সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার গোরস্থানের সামনে। এ সময় ৮৫ গ্রাম গাঁজাসহ মুন্নাকে গ্রেফতার করে। এ বিষয়ে ইনচার্জ এমএম সেলিম ঘটনা সত্যতা নিশ্চত করে বলেন, আটককৃতর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদক আইনে মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।





















































