নিউজ ডেস্ক:মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকার লাকি প্লাজা থেকে তাকে আটক করা হয়। মেহেদী হাসান মাগুরা জেলার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের হাশেম আলী মোল্লার ছেলে। ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মেহেদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুনু করার উদ্দেশ্যে অপপ্রচারমূলক বক্তব্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে মান হানিকর তথ্য প্রকাশ ও অপপ্রচারমূলক বক্তব্য এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি পূর্বক আইনশৃঙ্খলার অবনতি ঘটানোমূলক প্রচারণায় লিপ্ত ছিল। তার কাছ থেকে উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)/২৯(১)/৩১(২) ধারার মামলা দায়ের করা হয়েছে।
রবিবার
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ