নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স সেলিনা স্টোরে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার দিনগত রাতে দোকানের পিছনে দক্ষিণ পাশে ভেন্টিলিটারের জানালার কাঁচ ভেঙে একদল চোরচক্র কৌশলে ভিতরে প্রবেশ করে। ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে নগদ ৮০ হাজার টাকা ও আনুমানিক ২০ হাজার টাকার সিগারেটসহ বিভিন্ন মালামাল চুরি করে নির্বিঘেœ পালিয়ে যায়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলে ক্যাশ ড্রয়ার ভাঙাসহ বিভিন্ন মালামাল ছড়িয়ে ছিটিয়ে থাকা এ দৃশ্য দেখে সেলিনা স্টোরের স্বত্ত্বাধিকারী জাকির হোসেন হতাশ হয়ে ভেঙে পড়েন। খবর পেয়ে আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি হাজী আ. খালেক, সাধারণ সম্পাদক জামিরুল খান, কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম লুলু মিয়া, ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার নূর ইসলাম খোকাসহ বাজারের ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাজার কমিটির নেতৃবৃন্দ বিষয়টি শাহাপুর ক্যাম্প পুলিশকে জানালে শাহাপুর ক্যাম্পের টুআইসি এএসআই মশফিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যবসায়ী জাকের হোসেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটি বরাবর একটি লিখিত অনুলিপি দাখিল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দুলবাড়ীয়া বাজার কমিটির উদ্যোগে বাজারের ব্যবসায়ী, বাজার পরিচালনা কমিটি, ইউপি মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। এ ছাড়াও গত মঙ্গলবার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স ক্রিসেন্ট মেডিকেল সেন্টারে সন্ধ্যারাতে চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীল ১১ হাজার টাকা চুরি হয়েছে।




















































