নিউজ ডেস্ক:মৃত্যুর ৩ মাস ৮দির পর রাঙ্গিয়ারপোতার আব্দুর রহমানে লাশ উত্তোলন করা হয়েছে। লাশ উত্তোলনের পর ময়নাতদন্ত শেষে গ্রামের কবরস্থানে পুনরায় দাফন সম্পন্ন হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের উত্তরপাড়ার আহমদ আলীর ছেলে আব্দুর রহমানের গত বছরের ১৬ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ি সংলগ্ন রাস্তার উপরে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর আব্দুর রহমানের পরিবারের সদস্যরা দাফনকার্য সম্পন্ন করলেও এলাকায় নানামুখি গুঞ্জন রটে। এতে আব্দুর রহমানের পরিবারের সদস্যদের মনে সন্দেও হলে আব্দুর রহমানের ছেলে কবির উদ্দিন বাদি হয়ে গত ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা যায় একই এলাকার প্রতিবেশী বাহার ও তার স্ত্রী পূর্ব শত্রুতার জেরে আব্দুর রহমানকে পিটিয়ে হত্যা করেছে। এ হত্যা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গতকাল বুধবার দুপুর ১টার দিকে ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাসের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে ডা. মশিউর রহমানের উপস্থিতিতে ৩টার দিকে তার ময়নাতদন্ত শুরু করা হয়। বেলা ৪টার দিকে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে আব্দুর রহমানের লাশ হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যারা লাশ গ্রামে নিয়ে এসে গতকাল সন্ধ্যার দিকে দাফনকার্য সম্পন্ন করেছে বলে জানা গেছে।