লে. কর্ণেল ইমাম হাসানের নেতৃত্বে ৬-বিজিবি’র সফল অভিযান অব্যাহত
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬০ ভরি ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সোলজার ঘাট নামকস্থানে সীমান্তের মেইন পিলার ৮০/১১-টি থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর বিওপির হাবিলদার বীরেন্দ্রনাথ দত্তের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টিম অবস্থান নেয়। কিছুক্ষন পর ভারত থেকে বাংলাদেশ অভিমুখে আসা ব্যাগ হাতে এক চোরাচালানিকে আটকের চেষ্টা করলে সে ব্যাগ ফেলে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ সময় ব্যাগ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ৬টি বারের ওজন ৬০ ভরি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণেরবারগুলো চুয়াডাঙ্গাস্থ ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা বিজিবি-৬ বিজিবি সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। চোরাচালানীরা কঠোরভাবে সজাগ থাকা সত্ত্বেও বিজিবি-৬ সদস্যরা বিভিন্ন সময় চোরাচালান বিরোধী সফল অভিযানে চোরাচালানীদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। চুয়াডাঙ্গা ৬-বিজিবির পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান মৃধা নেতৃত্বে ইতোমধ্যে উল্লেখযোগ্য অভিযানগুলোর মধ্যে সীমান্তবর্তী এলাকায় ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চোরাচালান বিরোধী সফল অভিযান দর্শনা নাস্তিপুর সীমান্ত দিয়ে ৩৭ কেজি ৩২০ গ্রাম স্বর্ণ অবৈধপথে ভারতে পাচারকালে আটক। যার আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা। এরপর পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কাছ থেকে ৩০ কেজি স্বর্ণসহ আনারুল নামের একজন আটক হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি টাকা। এছাড়া বিভিন্ন সময় অভিযান চালিয়ে স্বর্ণ ও রৌপ্য উদ্ধার করে সফলতা অর্জন করছে দেশ ও জাতির কাছে। ইতোমধ্যে বিজিবি-৬ পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান ভাগ্যবান পরিচালক হিসাবে খ্যাতি অর্জন করেছে জেলাবাসীর কাছে।