নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক পরিবেশ পদক-২০১৮ প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পুরস্কারপ্রাপ্ত চার প্রতিষ্ঠানের প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের জন্য বিশেষ স্বর্ণ পদক লাভ করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির এবং পরিবেশ রক্ষায় স্বর্ণপদক বিজয়ী হয় সদর উপজেলার দীননাথপুরের জীবনতরী যুব সংঘ, রৌপ্য পদক বিজয়ী হয় দামুড়হুদা উপজেলার স্বেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধি মেলা এবং ব্রঞ্জ পদকপ্রাপ্ত হয়েছে আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন পরিষদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, সিভিল সার্জন ডা. খায়রুল আলম এবং চার উপজেলার নির্বাহী কর্মকর্তারাসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, এখন থেকে প্রতি বছর পরিবেশ পদক দেয়া হবে। পরিবেশ বিষয়ে সকলকে উদ্ধুদ্ধ করার জন্য পরিবেশ পদক দেয়া হলো। যারা পুরষ্কার লাভ করতে পারেনি তারা আগামীতে পাবেন। যারা পুরষ্কার পেলেন তাদের জন্য শুভ কামনা রইল।
শনিবার
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ