নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব খোকশা মাঠে এক ১৪ বছরের কিশোরীকে দেশীয় অস্ত্রের মুখে অপহরণ করে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারাতে সড়ক থেকে অস্ত্রের মুখে কৌশলে অপহরণ করে মাঠে নিয়ে পাশবিক নির্যাতন (গণধর্ষণ) করে তিন বকাটে যুবক। পাশবিক নির্যাতনের শিকার গাড়াডোব গ্রামের কিশোরী জানান, বৃহস্পতিবার বিকেলে গাড়াডোব হাটে বাজার করে অটোতে ফেরার পথে গাড়াডোব গ্রামের হাফুর ছেলে কাজল (২৬), গোলাম ওরফে গোলাম চোরের ছেলে শাহিন (২৭) ও রবিউল ইসলাম রবের ছেলে আশিক (২৫) নামের তিন যুবক অস্ত্রের মুখে কৌশলে তাকে হাত, চোখ ও মুখ বেধে পার্শ্ববর্তী গাড়াডোব-খোকশা মাঠে নিয়ে আমাকে পালাক্রমে পাশবিক নির্যাতন করে। একপর্যায়ে তার চিৎকারে এলাকাবাসী ও স্থানীয়দের খবরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। কিশোরী আরো বলেন, পাশবিক নির্যাতনের পরেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়। স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বিষয়টি শুনেছি এখন পযন্ত ভিকটিম বা তার পরিবার কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ