ভোটের সুস্থ পরিবেশ তৈরিতে কাজ করছে পুলিশ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম। তিনি গতকাল বুধবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গায় আসেন। এ সময় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম তাকে ফুল দিয়ে স্বাগত জানান। খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম পুলিশ সুপারের কর্মদক্ষতার প্রশংসা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলার উন্নতি বিষয়ে সূদুর প্রসারী আলোচনা করেন। এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করবে পুলিশ। নির্বাচন কমিশন ভোটের সুস্থ পরিবেশ তৈরি, ভোটদানের ব্যবস্থা, নির্বিঘেœ প্রার্থীদের প্রচারণার জন্য যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে পুলিশ কাজ করবে।পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার্স) আহসান হাবীবসহ চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি)।