নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের কাঁওয়ারগাতী গ্রামে মঙ্গলবার মধ্যরাতে ৩ জন কৃষকের ১০টি গরু চুরি হয়েছে। কাঁওয়ারগাতী গ্রামের মো. গিয়াস উদ্দিনের তিন লক্ষ টাকা মূল্যের ৫টি গরু, তারিকুল ইসলামের দেড় লক্ষ টাকা মূল্যের ২টি গরু ও আব্দুল কাইয়ুমের দুই লক্ষ টাকা মূল্যের ৩টি গরু অজ্ঞাত চোরেরা হাইওয়ে রাস্তায় পিকআপে উঠিয়ে নিয়ে যায়। মুশুলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. ইফতেকার উদ্দিন ভূইয়া বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন। চোরেরা ঘটনাস্থলে একটি মোবাইল সেট ফেলে রেখে যায়। নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোবাইল ফোনটি জব্দ করেছেন। অপরদিকে একই ইউনিয়নের মেরেঙ্গা গ্রামের মো. আলাল উদ্দিনের একটি ইজিবাইক চুরি হয়েছে।
বৃহস্পতিবার
১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ