নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে সোহেল রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোহেল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মৃত কপিল মÐলের ছেলে। গতকাল বিকালে নিজ গ্রামে জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য, গত রোববার দুপুরে সোহেল চুয়াডাঙ্গা চক্ষু তৃতীয়তলায় রোডে শরিফুলের বাড়িতে ইলেকট্রনিকের কাজ করছিল। পরে বাড়ির তৃতীয়তলায় ধুমপান করার সময় পাশের বৈদ্যুতিকের হাই ভোল্টেজের তারে স্পৃষ্ট হয়। এতে অল্পের জন্য মাটিতে পড়া থেকে রক্ষা পায় সোহেল। বিষয় সোহেলের সহকর্মিরা টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই রাতেই তাকে রাজশাহীতে নিলে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহেল।
শুক্রবার
২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ