মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরের মুজিবনগরে উপজেলা জামায়াতের আমিরসহ ১৩ বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে সড়কে বিক্ষোভ করে জনসাধারণের চলাচল বাধা সৃষ্টি করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার বাগোয়ান তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে তল্লাশি চালিয়ে ৭টি অবিষ্ফোরিত ককটেল বোমা উদ্ধার করা হয়।
আটক কৃত আসামীর হলেন, উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী, জামায়াত নেতা ফজলুল হক, মহিউদ্দীন, হাসাদ সরদার, নবী গাজী, মনোর উদ্দীন ও রবিউল ইসলাম। বিএনপি নেতাকমীরা হলেন- আশরাফুল আলম, আজিজুল মিস্ত্রি, সিরাত আলী, জহুরুল, সুজন আলী ও বানার শেখ।
মুজিবনগর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, ঘটনার সময় প্রায় দেড়শ জনের একটি দল বাগোয়ান মোড়ে দাড়িয়ে বিক্ষোভ করে সাধারন জনসাধারনের চলার পথে বাধা সৃষ্টি করছিলো। সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌছালে তারা পুলিশের সামনে ৫টি ককটেল বোমা বিষ্ফোরণ করে পালিয়ে যেতে থাকে। তাদের ধাওয়া করে পরে ১৩ জনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ৭টি অবিষ্ফেরিত ককটেল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ