কোন শিক্ষার্থীকে অসৎ উদ্দেশ্যে কেউ ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহবান— জেলা প্রশাসক আনোয়ার হোসেন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:১২:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ৫ আগস্ট ২০১৮
  • ৭৩৫ বার পড়া হয়েছে

মাসুদ রানা , মেহেরপুর প্রতিনিধি ॥ নিরাপদ সড়ক নিয়ে সারাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোল নিয়ে জরুরী সভা করেছে মেহেরপুর জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, রাজনৈতিক নেতৃবন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রসাশক তৌফিকুর রহমান, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমূখ।
প্রধান শিক্ষকদের আহবান করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের একত্রিত করে জানাতে হবে প্রধানমন্ত্রী তাদের দাবি গুলো মেনে নিয়েছেন। তাই আর কোন শিক্ষার্থী যেন ক্লাস বাদ দিয়ে সড়কে নামতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য খেয়াল রাখতে বলেন। ক্ষার্থীদেরকে যাতে কেউ কোন রাজনৈতিক উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে কেউ ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার জন্য শিক্ষকদের আহবান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোন শিক্ষার্থীকে অসৎ উদ্দেশ্যে কেউ ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহবান— জেলা প্রশাসক আনোয়ার হোসেন

আপডেট সময় : ১২:১২:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ৫ আগস্ট ২০১৮

মাসুদ রানা , মেহেরপুর প্রতিনিধি ॥ নিরাপদ সড়ক নিয়ে সারাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোল নিয়ে জরুরী সভা করেছে মেহেরপুর জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, রাজনৈতিক নেতৃবন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রসাশক তৌফিকুর রহমান, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমূখ।
প্রধান শিক্ষকদের আহবান করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের একত্রিত করে জানাতে হবে প্রধানমন্ত্রী তাদের দাবি গুলো মেনে নিয়েছেন। তাই আর কোন শিক্ষার্থী যেন ক্লাস বাদ দিয়ে সড়কে নামতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য খেয়াল রাখতে বলেন। ক্ষার্থীদেরকে যাতে কেউ কোন রাজনৈতিক উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে কেউ ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার জন্য শিক্ষকদের আহবান জানান।