লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে ৪ মাসের এক শিশুকে চুরি করে পালিয়ে যাবার সময় ছালেহা নামের এক মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার রাত সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছালেহা নামের ওই মহিলাটি দুপুর থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল। রাত ১০টার দিকে হাসপাতালটির ৪র্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে এসে সুফিয়া নামের একরোগীর মেয়ে জান্নাতুল ফেরদৌসের (জান্নাত) সাথে সক্ষতা গড়ে তোলে অভিযুক্ত ছালেহা বেগম। এক পর্যায়ে জান্নাতের কোলে থাকা তার ৪ মাসের শিশু পুত্রকে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যায় সে। এ সময় শিশুটিকে নিয়ে হাসপাতালের প্রধান ফটক ত্যাগ করার সময় কর্তব্যরত নার্স ও হাসপাতালে ভর্তিকৃত রোগীদের স্বজনরা ছালেহাকে হাতে নাতে আটক করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে ছালেহাকে আটক করে থানায় নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত ছালেহাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রবিবার
৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ