এবিএস রনি: শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১৮ পিস স্বর্ণের বারসহ শ্রবণ বিশ্বাস (৫২) নামে এক ভারতীয় নাগরিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের ঘিবা নামক গ্রাম থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক স্বর্ণপাচারকারী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বঁনগা থানার চইড়গাছি গ্রামের বিরেন্দনাথ বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিঘা এলাকা থেকে শ্রবণ বিশ্বাসকে আটক করেন। পরে তার কাছ থেকে ১৮ পিস (২ কেজি ১শ’ গ্রাম) স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৮৬ লাখ টাকা।
৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।