প্রেমিকা বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতেই প্রেমিকের মৃত্যু !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪০:০১ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আনন্দে আত্মহারা হয়ে কখনই জ্ঞানশূন্য হতে নেই। তাহলে আরও বিপদ বাড়ে।
ঠিক যেমনটা ঘটল জাপানের যুবকের সঙ্গে। আনন্দের খবর মুহূর্তে বদলে গেল বিষাদে।

বিয়ের জন্য খুব রোমান্টিকভাবে প্রেমিকাকে প্রোপোজ করতে চেয়েছিলেন বছর বত্রিশ বছর বয়সী জাপানি যুবক। যেমন ভাবা তেমন কাজ। জাপানের ওকিনওয়াতে ইরাবু ব্রিজের উপর দাঁড়িয়ে আঙটি হাতে প্রেমিকাকে বিয়ের জন্য প্রোপোজ করেন তিনি। জাপানের ওকিনওয়াতে মিয়াকো ও ইরাবু দ্বীপ দুটির মধ্যে সংযোগ স্থাপন করেছে এই ইরাবু ব্রিজ।

প্রেমিকা ‘হ্যাঁ’, বলতেই খুশিতে আত্মহারা জাপানি যুবক এক লাফ মারেন ব্রিজের রেলিংয়ের উপর। আর তাতেই বাঁধে বিপত্তি। লাফ মারার পর টাল সামলাতে না পেরে ১০০ ফিট নীচে সমুদ্রে পড়ে যান ওই যুবক। স্রোতে তলিয়ে যান তিনি। প্রায় ৭ ঘণ্টা পর উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকা বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতেই প্রেমিকের মৃত্যু !

আপডেট সময় : ১২:৪০:০১ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

আনন্দে আত্মহারা হয়ে কখনই জ্ঞানশূন্য হতে নেই। তাহলে আরও বিপদ বাড়ে।
ঠিক যেমনটা ঘটল জাপানের যুবকের সঙ্গে। আনন্দের খবর মুহূর্তে বদলে গেল বিষাদে।

বিয়ের জন্য খুব রোমান্টিকভাবে প্রেমিকাকে প্রোপোজ করতে চেয়েছিলেন বছর বত্রিশ বছর বয়সী জাপানি যুবক। যেমন ভাবা তেমন কাজ। জাপানের ওকিনওয়াতে ইরাবু ব্রিজের উপর দাঁড়িয়ে আঙটি হাতে প্রেমিকাকে বিয়ের জন্য প্রোপোজ করেন তিনি। জাপানের ওকিনওয়াতে মিয়াকো ও ইরাবু দ্বীপ দুটির মধ্যে সংযোগ স্থাপন করেছে এই ইরাবু ব্রিজ।

প্রেমিকা ‘হ্যাঁ’, বলতেই খুশিতে আত্মহারা জাপানি যুবক এক লাফ মারেন ব্রিজের রেলিংয়ের উপর। আর তাতেই বাঁধে বিপত্তি। লাফ মারার পর টাল সামলাতে না পেরে ১০০ ফিট নীচে সমুদ্রে পড়ে যান ওই যুবক। স্রোতে তলিয়ে যান তিনি। প্রায় ৭ ঘণ্টা পর উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ।