ঝিনাইদহ সংবাদদাতাঃ হরিণাকুন্ডুতে আলেম সমাজের ভালবাসায় সিক্ত হলেন ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস। বিকাল পাঁচটায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিরামপুরে অবস্তিত উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসায় এক অনুষ্ঠানে আলেম সমাজের সাথে মিলিত হন জেলা পরিষদ চেয়ারম্যান। উপজেলা ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওঃ খলিলুর রহমান, মাদসার মুহতামিম মাওঃ আব্দুর রাজ্জাক, ইমাম সমিতির উপজেলা সভাপতি মাওঃ মঈন উদ্দীন আহম্মেদ, মাদরাসার শিক্ষক হাফেজ মাওঃ হেলাল উদ্দিন, মাদরাসা সভাপতি মফিজুর রহমানসহ আলেম ও শিক্ষার্থীবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে আরো উপস্থিত ছিলেন হরিণাকুন্ডুু থানা অফিসার ইনচার্জ কেএম শওকত হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, জেলা নেতা নিতাই চন্দ্র কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস আলেমদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশকে সামপ্রদায়িক সমপ্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করে বলেন, মদিনার সনদে মহানবী মানুষ হিসেবে সকলের সম অধিকারের যে ঘোষনা প্রদান করে গেছেন সেটি মানব জাতির জন্য একটি ঐতিহাসিক ঘোষনা। মাদরাসায় একটি একাডেমিক ভবন নির্মানে আর্থিক সহায়তা, বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন সমস্যা সমাধানে পর্যায়ক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে মাদরাসার শ্রেণীকক্ষসহ ক্যাম্পাস ঘুরে দেখে শিক্ষা কার্যক্রমসহ আনুসাঙ্গিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।