শিরোনাম :
Logo ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ভারতে হামলা চালাতে চীনের নতুন হাতিয়ার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫০:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডোকালাম নিয়ে চীন-ভারত দু’পক্ষই যেখানে তাদের অবস্থানে অনড়, সেখানেই পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে বলেই মত একাংশের। শান্তি বা কূটনৈতিক পদক্ষেপের পরোয়া না করে চীনের হুমকি বারবারই আসছে ভারতের কাছে।

তবে ভারতও প্রস্তুত জবাব দেওয়ার জন্য। সিকিম, অরুণাচল সীমান্তে ভারত আরও বেশি করে সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে।

তবে দুই দেশের মধ্যে সংঘর্ষ হলে ভয়াবহ ক্ষতি যে হবে সে বিষয়ে জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন সেনাবাহিনী ছাড়াও চীনের কাছে অস্ত্র হিসেবে রয়েছে ‘পানি’। এই পানিকে তারা ভারতের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা।

আর চীন যদি এই পানি হামলা বাস্তবায়িত করে তাহলে সমগ্র ছবিটাই বদলে যাবে, বহু মানুষ ঘরছাড়া হবে, নানা রাজ্য ক্ষতির সম্মুখীন হবে। চীন এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে সে ভারত থেকে উঁচু স্থানে। এমন বেশ কিছু নদী রয়েছে যা চীন হয়ে ভারতে আসে।

এর মধ্যে আবার অনেকগুলিতে চীন বড় বড় বাঁধ দিয়ে রেখেছে। এর মধ্যে সবথেকে বড় হল ব্রহ্মপুত্র। এছাড়া শতদ্রু এবং সিন্ধু নদীও চীন হয়ে ভারতে আসে।

চীন যদি ব্রহ্মপুত্র, শতদ্রু এবং সিন্ধুর পানি কিছু সময়ের জন্য আটকে ফের যদি সেই পানি একসঙ্গে ছেড়ে দেয়, তাহলে ভারতের বেশ কিছু রাজ্য জলমগ্ল হতে পারে। আর এমনই আশঙ্কা করা হচ্ছে। তবে এর কারণও রয়েছে, কারণ ২০১২সালে পূর্ব রাজ্যগুলিতে এমনই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যখন কোনো হুঁশিয়ারি দেওয়া ছাড়ায় চীন জল ছেড়েছিল বলে জানা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

ভারতে হামলা চালাতে চীনের নতুন হাতিয়ার !

আপডেট সময় : ১২:৫০:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ডোকালাম নিয়ে চীন-ভারত দু’পক্ষই যেখানে তাদের অবস্থানে অনড়, সেখানেই পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে বলেই মত একাংশের। শান্তি বা কূটনৈতিক পদক্ষেপের পরোয়া না করে চীনের হুমকি বারবারই আসছে ভারতের কাছে।

তবে ভারতও প্রস্তুত জবাব দেওয়ার জন্য। সিকিম, অরুণাচল সীমান্তে ভারত আরও বেশি করে সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে।

তবে দুই দেশের মধ্যে সংঘর্ষ হলে ভয়াবহ ক্ষতি যে হবে সে বিষয়ে জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন সেনাবাহিনী ছাড়াও চীনের কাছে অস্ত্র হিসেবে রয়েছে ‘পানি’। এই পানিকে তারা ভারতের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা।

আর চীন যদি এই পানি হামলা বাস্তবায়িত করে তাহলে সমগ্র ছবিটাই বদলে যাবে, বহু মানুষ ঘরছাড়া হবে, নানা রাজ্য ক্ষতির সম্মুখীন হবে। চীন এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে সে ভারত থেকে উঁচু স্থানে। এমন বেশ কিছু নদী রয়েছে যা চীন হয়ে ভারতে আসে।

এর মধ্যে আবার অনেকগুলিতে চীন বড় বড় বাঁধ দিয়ে রেখেছে। এর মধ্যে সবথেকে বড় হল ব্রহ্মপুত্র। এছাড়া শতদ্রু এবং সিন্ধু নদীও চীন হয়ে ভারতে আসে।

চীন যদি ব্রহ্মপুত্র, শতদ্রু এবং সিন্ধুর পানি কিছু সময়ের জন্য আটকে ফের যদি সেই পানি একসঙ্গে ছেড়ে দেয়, তাহলে ভারতের বেশ কিছু রাজ্য জলমগ্ল হতে পারে। আর এমনই আশঙ্কা করা হচ্ছে। তবে এর কারণও রয়েছে, কারণ ২০১২সালে পূর্ব রাজ্যগুলিতে এমনই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যখন কোনো হুঁশিয়ারি দেওয়া ছাড়ায় চীন জল ছেড়েছিল বলে জানা যায়।