স্কুল ছুটি, তাই বন্ধ স্কুলঘরে চললো অশ্লীল নাচের আসর…

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাখী উত্সব, তাই স্কুল ছুটি। আর এই সুযোগে কমলমতি ছেলে-মেয়েদের বিদ্যাপীঠকে বানিয়ে ফেলা হলো রঙ্গশালায়।

স্কুলঘরে চলল দেদার “ফুর্তি’। সঙ্গে ছিল ‘মদের ফোয়ারা’। আর সেই রঙ্গশালার স্বাদ নিতে সেখানে হাজির ছিলেন আশাপাশের ২৪টি গ্রামের মাতব্বরা। খবর জি নিউজের।

খবরে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় এ ঘটনা ঘটে। তবে ওই দিনের ঘটনার ভিডিও সামনে আসার পর দেশজুড়ে এখন তা বিতর্ক ছড়িয়েছে।

ভিডিওতে প্রকাশ কয়েকজন বার ড্যান্সারকে নিয়ে এসে ওই স্কুলঘরে নাচা, গান ও মদ পান করছিলেন।

স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, ওই গ্রামের পঞ্চায়েত প্রধান জোর করে তাঁর কাছ থেকে স্কুলের চাবি নিয়ে যান। ইতোমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল ছুটি, তাই বন্ধ স্কুলঘরে চললো অশ্লীল নাচের আসর…

আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

রাখী উত্সব, তাই স্কুল ছুটি। আর এই সুযোগে কমলমতি ছেলে-মেয়েদের বিদ্যাপীঠকে বানিয়ে ফেলা হলো রঙ্গশালায়।

স্কুলঘরে চলল দেদার “ফুর্তি’। সঙ্গে ছিল ‘মদের ফোয়ারা’। আর সেই রঙ্গশালার স্বাদ নিতে সেখানে হাজির ছিলেন আশাপাশের ২৪টি গ্রামের মাতব্বরা। খবর জি নিউজের।

খবরে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় এ ঘটনা ঘটে। তবে ওই দিনের ঘটনার ভিডিও সামনে আসার পর দেশজুড়ে এখন তা বিতর্ক ছড়িয়েছে।

ভিডিওতে প্রকাশ কয়েকজন বার ড্যান্সারকে নিয়ে এসে ওই স্কুলঘরে নাচা, গান ও মদ পান করছিলেন।

স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, ওই গ্রামের পঞ্চায়েত প্রধান জোর করে তাঁর কাছ থেকে স্কুলের চাবি নিয়ে যান। ইতোমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।