জেনে নিন সিনেমার গল্পকেও হার মানায় যে ঘটনা…

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৮:২২ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়া, ক্যামেরুন, কম্বোডিয়া, চীন, ব্রাজিল, সুইডেন, আমেরিকা, ব্রিটেন, ভারতসহ বেশ কয়েকটি দেশে ওজেক (মোটরসাইকেল ট্যাক্সি) সেবা দেয়। ইন্সটাগ্রামে মোটরসাইকেলের চালক ও যাত্রীদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে ওজেক।

সম্প্রতি ওজেকের বদৌলতেই বাবাকে খুঁজে পেয়েছে ১৭ বছরের এক তরুণী। সালমা জুহারা নামের ওই তরুণী স্কুল শেষে ওজেকে মোটরসাইকেলের অর্ডার করেন। প্রথমে ভালো করে মোটরসাইকেল চালক কে সেটা খেয়ালই করেননি। পরে দেখেন লোকটিকে হুবুহু তার বাবার মতোই লাগছে।

গত বুধবার ইন্সটাগ্রামে সালমা লিখেছে, ‘স্কুলের পর আমি ‘গ্রাববাইক’ রাইডটি অর্ডার করেছিলাম। চালককে পেয়েও যাই। চালকের দিকে আমি সত্যিই খুব একটা মনোযোগ দিইনি। পরে দেখি সে আমার নিজেরই বাবা। মার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে বাবার খোঁজ আর পাইনি। এখন সৃষ্টিকর্তা আমাদের এভাবে মিলিয়ে দিয়েছেন। তাকে অনেক বছর দেখিনি। আমি সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়েছি।

সূত্র : জাকার্তা পোস্ট

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশে পেপ্যাল-ওয়াইজ সুবিধা চান ফ্রিল্যান্সাররা

জেনে নিন সিনেমার গল্পকেও হার মানায় যে ঘটনা…

আপডেট সময় : ০১:১৮:২২ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়া, ক্যামেরুন, কম্বোডিয়া, চীন, ব্রাজিল, সুইডেন, আমেরিকা, ব্রিটেন, ভারতসহ বেশ কয়েকটি দেশে ওজেক (মোটরসাইকেল ট্যাক্সি) সেবা দেয়। ইন্সটাগ্রামে মোটরসাইকেলের চালক ও যাত্রীদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে ওজেক।

সম্প্রতি ওজেকের বদৌলতেই বাবাকে খুঁজে পেয়েছে ১৭ বছরের এক তরুণী। সালমা জুহারা নামের ওই তরুণী স্কুল শেষে ওজেকে মোটরসাইকেলের অর্ডার করেন। প্রথমে ভালো করে মোটরসাইকেল চালক কে সেটা খেয়ালই করেননি। পরে দেখেন লোকটিকে হুবুহু তার বাবার মতোই লাগছে।

গত বুধবার ইন্সটাগ্রামে সালমা লিখেছে, ‘স্কুলের পর আমি ‘গ্রাববাইক’ রাইডটি অর্ডার করেছিলাম। চালককে পেয়েও যাই। চালকের দিকে আমি সত্যিই খুব একটা মনোযোগ দিইনি। পরে দেখি সে আমার নিজেরই বাবা। মার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে বাবার খোঁজ আর পাইনি। এখন সৃষ্টিকর্তা আমাদের এভাবে মিলিয়ে দিয়েছেন। তাকে অনেক বছর দেখিনি। আমি সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়েছি।

সূত্র : জাকার্তা পোস্ট