শিরোনাম :

ভূপৃষ্ঠ থেকে ৩৯০০০ ফুট উপরে সন্তান প্রসব !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:২০:০৮ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকল লুফথানসা বিমানের কর্মী ও যাত্রীরা। যদিও এই ঘটনা নতুন নয়, তারপরও সচরাচর ঘটে না। গত ২৫ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে ১৯১ জন যাত্রী নিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে রওনা দেয় ফ্লাইট এলএইচ৫৪৩। পথে উত্তর আটলান্টিকে প্রায় ৩৯০০০ ফুট উচ্চতায় এক শিশুপুত্রের জন্ম দেন দেসিসলাভা কে নামের ৩৮ বছরের এক বুলগেরিয়ান নারী।

যেভাবে জন্ম হয় ওই শিশুটির: ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পর থেকেই প্রসব ষন্ত্রণা ওঠে ওই গর্ভবতী ওই নারীর। এরপর ফ্লাইটের বিমানকর্মীরা সন্তান প্রসব করার উপযোগী সমস্ত ব্যবস্থা করে ফেলেন। এদিকে, যাত্রীদের মধ্যে তিনজন ডাক্তারও ছিলেন। যা তাদের কাজকে সহজ করে দেয়। যাত্রীদের স্থানান্তরিত করে বিমানের একটা অংশ ফাঁকা করে দেওয়া হয়, পর্দা দিয়ে ঘিরে বিমানের মধ্যেই এক সাময়িক ডেলিভারি রুম তৈরি করে ফেলেন বিমানকর্মীরা। তাঁদের তৎপরতাতেই নিরাপদভাবে সন্তান প্রসব করেন  ওই নারী।

যে চিকিৎসকের হাতে জন্ম নেয় শিশু পুত্রটি, তাঁর নামেই সন্তানের নাম লিকোলাই রাখেন মা। সম্প্রতি লুফতহানসা তাঁদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ওই বিমানের বিমানসেবিকা জানান, তাঁদের কাছে এটি একটি আবেগঘন মুহূর্ত ছিল।

তবে এই ঘটনা প্রথম নয়। ১৯৬৫ সাল থেকে এই নিয়ে ১১টি শিশু জন্মগ্রহণ করে তাঁদের বিমানে। ভারতেও কিছুদিন আগেই জেট এয়ারওয়েজের মুম্বই-কোচি ফ্লাইটে এক শিশু পুত্র জন্মগ্রহণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের মানোন্নয়নে হচ্ছে টাস্কফোর্স

ভূপৃষ্ঠ থেকে ৩৯০০০ ফুট উপরে সন্তান প্রসব !

আপডেট সময় : ০১:২০:০৮ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকল লুফথানসা বিমানের কর্মী ও যাত্রীরা। যদিও এই ঘটনা নতুন নয়, তারপরও সচরাচর ঘটে না। গত ২৫ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে ১৯১ জন যাত্রী নিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে রওনা দেয় ফ্লাইট এলএইচ৫৪৩। পথে উত্তর আটলান্টিকে প্রায় ৩৯০০০ ফুট উচ্চতায় এক শিশুপুত্রের জন্ম দেন দেসিসলাভা কে নামের ৩৮ বছরের এক বুলগেরিয়ান নারী।

যেভাবে জন্ম হয় ওই শিশুটির: ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পর থেকেই প্রসব ষন্ত্রণা ওঠে ওই গর্ভবতী ওই নারীর। এরপর ফ্লাইটের বিমানকর্মীরা সন্তান প্রসব করার উপযোগী সমস্ত ব্যবস্থা করে ফেলেন। এদিকে, যাত্রীদের মধ্যে তিনজন ডাক্তারও ছিলেন। যা তাদের কাজকে সহজ করে দেয়। যাত্রীদের স্থানান্তরিত করে বিমানের একটা অংশ ফাঁকা করে দেওয়া হয়, পর্দা দিয়ে ঘিরে বিমানের মধ্যেই এক সাময়িক ডেলিভারি রুম তৈরি করে ফেলেন বিমানকর্মীরা। তাঁদের তৎপরতাতেই নিরাপদভাবে সন্তান প্রসব করেন  ওই নারী।

যে চিকিৎসকের হাতে জন্ম নেয় শিশু পুত্রটি, তাঁর নামেই সন্তানের নাম লিকোলাই রাখেন মা। সম্প্রতি লুফতহানসা তাঁদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ওই বিমানের বিমানসেবিকা জানান, তাঁদের কাছে এটি একটি আবেগঘন মুহূর্ত ছিল।

তবে এই ঘটনা প্রথম নয়। ১৯৬৫ সাল থেকে এই নিয়ে ১১টি শিশু জন্মগ্রহণ করে তাঁদের বিমানে। ভারতেও কিছুদিন আগেই জেট এয়ারওয়েজের মুম্বই-কোচি ফ্লাইটে এক শিশু পুত্র জন্মগ্রহণ করে।