নিউজ ডেস্ক:
রাশিয়া ও পাকিস্তানের মধ্যে ক্রমেই সম্পর্ক ভালো হচ্ছে। তাই পাকিস্তানকে ‘এমআই-১৭১ই’ হেলিকপ্টার দিয়েছে রাশিয়া। সামরিক কাজে নয়, মূলত এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য বা যাত্রী পরিবহণে কাজ করবে এই হেলিকপ্টার। মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার জন্যেই রাশিয়ার পক্ষ থেকে পাকিস্তানকে এই হেলিকপ্টার দেওয়া হয়েছে।
এমআই-১৭-এর সব থেকে আধুনিক হেলিকপ্টার হচ্ছে এমআই-১৭১। যা পাক সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে পণ্য পরিবহণের কাজ করছে। তারপর পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সরকার রাশিয়ান হেলিকপ্টার (আরএইচ) সংস্থাকে এমআই-১৭১ই-এর অর্ডার দিয়েছিল। ২০১৬ সালের শেষ দিকে এই হেলিকপ্টার অর্ডার দেয় বালোচিস্তানের প্রশাসন। প্রায় কয়েকমাসের মাথায় রাশিয়া থেকে পাকিস্তানের মাটিতে পৌঁছালো এমআই ১৭১-ই। অত্যাধুনিক এই হেলিকপ্টারগুলো মূলত সর্বোচ্চ ২৭ জন যাত্রী এবং চার টন পর্যন্ত মাল পরিবহণে সক্ষম।