নিউজ ডেস্ক:
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনকে উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য রাসায়নিক অস্ত্রের জোগান দিচ্ছে পাকিস্তান। সম্প্রতি এমন গুরুত্বপূর্ণ তথ্যই ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে এসেছে বলে জানানো হয়েছে। এছাড়া, কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে পাকিস্তান যে ক্রমাগত মদত দিয়ে চলেছে তার প্রমাণও ভারতের কাছে আছে বলে দাবি করা হয়েছে।
এ ব্যাপারে ট্রান্সক্রিপ্টের সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই হিজবুল মুজাহিদিনের হাতে রাসায়নিক অস্ত্র চলে এসেছে। ভারতীয় বাহিনীর উপর এই অস্ত্র প্রয়োগের লক্ষ্যেই কাজ করছে সন্ত্রাসবাদী এই সংগঠনটি। এর একজায়গায় বলা হয়েছে, এখন পর্যন্ত গ্রেনেড লঞ্চার নিয়েই আমরা ভারতীয় সেনার উপর হামলা চালাচ্ছি। … ৩-৪ জন করে মরছে, কয়েক জন আহত হচ্ছে। কিন্তু, এবার সেই কৌশল বদলানোর সময় এসেছে। আমরা এবার সরাসরি রাসায়নিক অস্ত্র প্রয়োগ করব। … একসঙ্গে যতটা সম্ভব বেশি মরে।
আরেক জায়গায় রয়েছে, ‘পির সাহেব (হাফিজ মুহাম্মদ সইদ) আমাকে চাইছেন, এদিকে আমার লোকজনও চাইছে আমি ফিরি। আমাদের পরবর্তী প্রোগ্রাম ঈদের পর…। ঈদের পরই আমরা পদক্ষেপ ঠিক করব। ‘
এতে আরো বলা হয়েছে, ‘ইনশাল্লহ, পাকিস্তানের থেকে আমরা প্রচুর সমর্থন পেতে চলেছি…। দিনে দিনে পাকিস্তানের ভারত-বিরোধী খেলা আরো জোরদার হবে। ‘ হিজবুল মুজাহিদিনের এক জঙ্গিকে বলতে শোনা যাচ্ছে।
অন্যদিকে পাকিস্তানের উস্কানিতে হিজবুল যদি সত্যিই এ ধরনের কোনও পদক্ষেপ করার চেষ্টা করে, তার ফল যে মারাত্মক হবে বলে সতর্ক করে দিয়েছেন বিজেপির সাংসদ আরকে সিং। ভারত যে ছেড়ে কথা বলবে না, যুদ্ধের দিকেই টেনে নিয়ে যাবে, তা স্পষ্টভাবেই বলেছেন বিজেপি সাংসদ।
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯০ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। আর সেজন্যই রাসায়নিক অস্ত্রে ভারতীয় সেনার উপর পাল্টা হামলা করতে চায় সন্ত্রাসবাদীরা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

























































