কাতার-যুক্তরাষ্ট্র ‘জঙ্গিবাদ বিরোধী চুক্তি’ যথেষ্ট নয়: সৌদিজোট !

  • আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি কাতার সফর করেছেন। তার এ সফরে দোহা ও ওয়াশিংটনের মধ্যে সন্ত্রাসবাদ দমন ও জঙ্গিবাদবিরোধী লড়াইয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এ চুক্তিকে যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে সৌদিজোটের রাষ্ট্রগুলো।

মঙ্গলবার সৌদি, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত যৌথ এক বিবৃতিতে জানায়, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী যে তহবিল গঠিত হয়েছে তা পর্যাপ্ত নয়। ‘ একইসঙ্গে কাতারকে জঙ্গিবাদ সমর্থন না করারও হুঁশিয়ারি দেয়া হয়।

ওই বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গি সংগঠনকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের ব্যাপারে কাতারকে পর্যবেক্ষণ করতে দিতে হবে মধ্যপ্রাচ্যের এই চার দেশকে।

এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে গঠিত তহবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারই সর্বপ্রথম চুক্তি করা দেশ।

সূত্র: আল জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতার-যুক্তরাষ্ট্র ‘জঙ্গিবাদ বিরোধী চুক্তি’ যথেষ্ট নয়: সৌদিজোট !

আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি কাতার সফর করেছেন। তার এ সফরে দোহা ও ওয়াশিংটনের মধ্যে সন্ত্রাসবাদ দমন ও জঙ্গিবাদবিরোধী লড়াইয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এ চুক্তিকে যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে সৌদিজোটের রাষ্ট্রগুলো।

মঙ্গলবার সৌদি, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত যৌথ এক বিবৃতিতে জানায়, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী যে তহবিল গঠিত হয়েছে তা পর্যাপ্ত নয়। ‘ একইসঙ্গে কাতারকে জঙ্গিবাদ সমর্থন না করারও হুঁশিয়ারি দেয়া হয়।

ওই বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গি সংগঠনকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের ব্যাপারে কাতারকে পর্যবেক্ষণ করতে দিতে হবে মধ্যপ্রাচ্যের এই চার দেশকে।

এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে গঠিত তহবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারই সর্বপ্রথম চুক্তি করা দেশ।

সূত্র: আল জাজিরা