শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

এনবিআর কর্মকর্তার ৭ বছর কারাদণ্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৩:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা আশিকুর রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৭ এর বিচারক মুন্সি রফিউল আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার দুদকের পক্ষের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান রানা জানান, আদালত রায়ে ৭ বছর কারাদণ্ডের মধ্যে দণ্ডবিধির ১৬১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ের আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল হক মামলাটি দায়ের করেন।

মামলাটিতে ২০১৩ সালের ২৬ আগস্ট দুদকের সহকারী পরিচালক অজয় কুমার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১০৪ এ আশিকুর রহমান অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় জনৈক শেখ মিজানুর রজমানের ২০১১-২০১২ করবর্ষের আয়কর নথি নিষ্পত্তি করে দেওয়ার জন্য ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এরপর ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর আশিকুর রহমান অগ্রিম ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। পরে আরো ৫০ হাজার টাকা দাবি করলে শেখ মিজানুর রজমান বিষয়টি দুদককে অবহিত করেন। পরে ওই বছর ২০ সেপ্টেম্বর অভিযোগকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাতে নাতে গ্রেপ্তার করা হয় আশিকুর রহমানকে। ওই সময় তার কাছে আরো ২৯ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। এরপরই দুদক মামলাটি দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

এনবিআর কর্মকর্তার ৭ বছর কারাদণ্ড !

আপডেট সময় : ১১:৩৩:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা আশিকুর রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৭ এর বিচারক মুন্সি রফিউল আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার দুদকের পক্ষের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান রানা জানান, আদালত রায়ে ৭ বছর কারাদণ্ডের মধ্যে দণ্ডবিধির ১৬১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ের আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল হক মামলাটি দায়ের করেন।

মামলাটিতে ২০১৩ সালের ২৬ আগস্ট দুদকের সহকারী পরিচালক অজয় কুমার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১০৪ এ আশিকুর রহমান অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় জনৈক শেখ মিজানুর রজমানের ২০১১-২০১২ করবর্ষের আয়কর নথি নিষ্পত্তি করে দেওয়ার জন্য ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এরপর ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর আশিকুর রহমান অগ্রিম ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। পরে আরো ৫০ হাজার টাকা দাবি করলে শেখ মিজানুর রজমান বিষয়টি দুদককে অবহিত করেন। পরে ওই বছর ২০ সেপ্টেম্বর অভিযোগকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাতে নাতে গ্রেপ্তার করা হয় আশিকুর রহমানকে। ওই সময় তার কাছে আরো ২৯ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। এরপরই দুদক মামলাটি দায়ের করেন।