নিউজ ডেস্ক:
সিকিম সীমান্তে সেনা অনুপ্রবেশ ঘিরে গত কয়েকদিন ভারত-চীন অশান্তি তুঙ্গে। এবার ভারতকে সেনা সরিয়ে নেওয়ার বার্তা দিল চিন। বিতর্কিত ডোকা লা থেকে ভারতীয় সেনাবাহিনী যাতে সরিয়ে নেওয়ার কথা বলেছে সংবাদ চীনা সংবাদমাধ্যম।
চীনের সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলে ভারতীয় সেনার উপস্থিতি ভারত-চীন সম্পর্কের মধ্যে চিড় ধরাচ্ছে। তাই দুই দেশের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক যাতে ভেঙে না যায়, সেব্যাপারে নজর দিতে বলা হয়েছে।
অন্যদিকে,এই ইস্যুকে মোটেই হালকাভাবে দেখছে না দিল্লি। ইতিমধ্যে সিকিমের ইন্দো-চিন সীমান্তে বড়সড় আর্মি ট্রুপ পাঠিয়েছে ভারতীয় সেনা। বিশেষজ্ঞদের মতে ১৯৬২-সালের ভারত-চিন যুদ্ধের পরে যা এই প্রথম।
জানা গেছে, ওই সীমান্ত বরাবর অনেকদিন দিন আগেই শক্তি বাড়াতে শুরু করেছে চীন। ইতিমধ্যে সেখানে নিয়ে আসা হয়েছে দুটি সেনা বাঙ্কার। ফলে থেমে থাকতে নারাজ ভারত। সেখানে সেনা পাঠিয়ে চীনকে বার্তা দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।