নিউজ ডেস্ক:
পাকিস্তান বন্দর থেকে দেশের দিকে রওনা হয়েছে চীনের তিন রণতরী। চারদিনের সৌজন্যমূলক সাক্ষাতের জন্য চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ- চাং চুন, জিং ঝৌ, চাও হু গিয়েছিল করাচি বন্দরে। চীন নেভির ডেপুটি কমান্ডার অ্যাডমিরাল শেন হাও এর নেতৃত্বে যুদ্ধজাহাজগুলো পাকিস্তানে যায়।
জানা যায়, চারদিনের সফরে মহড়ায় অংশ নেয় চীনের এই তিন রণতরী। পাকিস্তান নেভির সঙ্গে আলোচনাও হয় কর্তৃপক্ষের। অবশ্য সেই বৈঠকের মূল বিষয় ছিল চীন-পাকিস্তান ইকনমিক করিডর ও বালোচিস্তান ইস্যু। পাকিস্তান ও চীনের গণমাধ্যমে বলা হয়েছে, ট্রেনিং এর জন্য এই যুদ্ধজাহাজগুলো আনা হয়েছিল। যুদ্ধজাহাজগুলো করাচি বন্দরেই অবস্থান করেছিল।
এ ব্যাপারে চীনের পিপলস লিবারেশন আর্মির জাহাজগুলোর কমান্ডার শিন হাও বলেন, এই যুদ্ধজাহাজ পাঠিয়ে দুই দেশের সৌজন্যমূলক সম্পর্ক আরো বাড়ানো হচ্ছে। এর ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে। পাশাপাশি আঞ্চলিক শান্তিস্থাপন হবে বলেও মনে করছেন তিনি।