উত্তরায় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত !

0
23

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে আবুল কাশেম (৪০) ও স্বপন (৩৪) নামের দুই ছিনতাইকারী আহত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকার কামারপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে উত্তরা হাউজ বিল্ডিংয়ের সামনে দুই ছিনতাইকারী ছিনতাইয়ের চেষ্টা করলে বিষয়টি উত্তরা পশ্চিম থানার টহল পুলিশের নজরে আসে। তাৎক্ষণিক তাদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ কামারপাড়া এলাকায় গিয়ে ছিনতাইকারীদের গুলি করে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক দোলোয়ার হোসেন জানান, তাদের আটক করতেই গুলি ছোড়া হয়েছে। এদের মধ্যে আবুল কাশেমের বাম পায়ের গোড়ালিতে ও স্বপনের দুই পায়ের হাঁটুর নিচে শর্ট গানের গুলি লেগেছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।