নিউজ ডেস্ক:
ফের নতুন একটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করতে চলেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। রডং সিমুন নামে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির পত্রিকায় উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক অস্ত্র পরীক্ষা থেকেই ইঙ্গিত স্পষ্ট এবার আইসিবিএম অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করতে চলেছে উত্তর কোরিয়া।
ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রেসিডেন্ট কিম জং উন নিউ ইয়ার স্পিচ দেওয়ার পর থেকেই মিসাইল টেকনোলজিতে রদবদল এনেছে উত্তর কোরিয়া। ক্রমশ উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
উল্লেখ্য কিছুদিন আগেই শক্তিশালী ক্রজ মিসাইলের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ওনসেন নগরীর কাছে কয়েক দফায় একাধিক জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল পরীক্ষা করে। দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়, ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য ক্ষুদ্রপাল্লার মিসাইল পরীক্ষা চালানো হয়েছে। এগুলো ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে সাগরে পড়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি বছর উত্তর কোরিয়া অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। সব পরীক্ষা সফল না হলেও তা আন্তর্জাতিক ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। সামরিক বিশ্লেষকরা ধারণা করেন, এ সব পরীক্ষা মাধ্যমে দেশটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরির দিকে এগিয়ে চলছে।