নিউজ ডেস্ক:
নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নতুন করে ফের ক্রুজ মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যে মিসাইলে চোখের পলকে ধ্বংস হয়ে যাবে শত্রুপক্ষের জাহাজ। এই মিসাইলের পরীক্ষার পরই উত্তর কোরিয়ার তরফে জানানো হয়েছে, ভূমি থেকে জাহাজ লক্ষ্য করে ছোঁড়ার উপযোগী করেছে। এর পাল্লা দেশটির অস্ত্র ভাণ্ডারে একই শ্রেণির যে ক্ষেপণাস্ত্র আছে তার চেয়ে বেশি বলে জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এর খবরে বলা হয়েছে, নতুন ধরণের ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী ভাবে শত্রু পক্ষের ওপর হামলা চালানো যাবে। অর্থাৎ উত্তর কোরিয়ার জন্য হুমকি যুদ্ধজাহাজ বহরের ওপর চাইলেই হামলা চালানো হবে বলেও এতে উল্লেখ করা হয়।
কেসিএনএ আরও বলেছে, কোরিয়ার পূর্ব সাগরে পরীক্ষা চালানোর সময়ে ক্রুজ ক্ষেপণাস্ত্র ভাসমান লক্ষ্যবস্তু সঠিক ভাবে নির্ণয় করতে এবং আঘাত হানতে পেরেছে। জাপান সাগরকে কোরিয়ার পূর্ব সাগর হিসেবে অভিহিত করে পিয়ংইয়ং। বৃহস্পতিবার নতুন ধরণের এ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার উপকূলে ঘাঁটি তৈরি করে রয়েছে মার্কিন সাবমেরিন। আর এরপরেই এই ক্রুজ মিসাইলের পরীক্ষা করল পিয়ংইয়ং।