নিউজ ডেস্ক:
২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত অন্তত ২ হাজার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে হামাস, এমনটাই দাবি করেছে ইসরাইলি মিডিয়া। তাদের দাবি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাস্সাম ব্রিগেড গত ৩ বছরে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
হিব্রু ভাষার গণমাধ্যম ‘মোফযাক লাইফ’ এক প্রতিবেদনে জানিয়েছে, আর চলতি বছর শুরুর পর থেকে এ পর্যন্ত ৫০০ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে হামাসের সামরিক শাখা এবং এ পরিস্থিতি ইসরাইলের জন্য উদ্বেগজনক।
পত্রিকাটির রিপোর্ট অনুযায়ী ২০১৪ সালে যুদ্ধ শেষ হওয়ার পর থেকে সাগরে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মোফযাক লাইফ বলছে, পরীক্ষার অংশ হিসেবেই ওই সব ক্ষেপণাস্ত্র সাগরে নিক্ষেপ করা হয়েছে।
ইসরাইলি ওই মিডিয়ার দাবি, হামাস সম্ভবত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এখনই হামাসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে ওই পত্রিকা।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে বলে এর আগে ইসরাইলের কয়েকজন সামরিক বিশেষজ্ঞও স্বীকার করেছেন।
সূত্র : মোফযাক লাইফ





































