আইএস ঘাঁটি গুঁড়িয়ে দিল রুশ মিসাইল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বহুল কথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পামিরা ঘাঁটিতে ভয়ানক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এর আগে যদিও আসাদ বাহিনীর হাতে নাস্তানাবুদ হয়ে ঐতিহাসিক পামিরা শহর ছেড়ে পালিয়েছিল আইএস জঙ্গিরা। তবে ওই শহর ফের দখল করতে মরিয়া তারা। কিন্তু জঙ্গি গোষ্ঠীটির এই চেষ্টায় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে রাশিয়া।

সিএনএন ও ব্লুমবার্গের খবর, পামিরা শহরের পাশে জমায়েত হওয়া আইএস জঙ্গি ও অস্ত্রভাণ্ডার লক্ষ করে ভয়ানক মিসাইল হামলা চালিয়েছে রুশ নৌবাহিনী।

জানা গেছে, ভূমধ্যসাগর থেকে রুশ রণতরী ও সাবমেরিন ওই মিসাইল হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রুশ নৌসেনার ‘এডমিরাল এসেন’ নামের ফ্রিগেট ও ‘ক্রাসনডার’ নামের সাবমেরিন দুরপাল্লার মিসাইল হামলা চালিয়ে একাধিক আইএস ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ওই হামলায় সিরিয়ার রাকা থেকে পামিরায় এসে ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করা একদল জঙ্গি নিহত হয়েছে। তবে ওই হামলার আগে আমেরিকা ও তুরস্ককে জানানো হয়েছিল বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত বছর মার্চ মাসে রুশ সমর্থিত আসাদ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়ে পামিরা ছেড়ে পালিয়ে যায় আইএস। তার  কয়েকমাস পরেই আবার পামিরা দখল করে জঙ্গিগোষ্ঠীটি। অবশেষে চলতি বছরের মার্চ মাসে ফের আইএসের হাত থেকে পামিরা ছিনিয়ে নেয় আসাদ বাহিনী।

উল্লেখ্য, গত মাসেই সিরীয় সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল হানা চালায় আমেরিকা। কয়েকদিন আগেই এবার বিশ্বের মানচিত্র থেকে জঙ্গি সংগঠনটিকে একেবারে মুছে ফেলতে আমেরিকার সঙ্গে যোগ দেয় ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’ (ন্যাটো)।

সূত্র: সিএনএন ও ব্লুমবার্গ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইএস ঘাঁটি গুঁড়িয়ে দিল রুশ মিসাইল !

আপডেট সময় : ১১:৫৮:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

বহুল কথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পামিরা ঘাঁটিতে ভয়ানক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এর আগে যদিও আসাদ বাহিনীর হাতে নাস্তানাবুদ হয়ে ঐতিহাসিক পামিরা শহর ছেড়ে পালিয়েছিল আইএস জঙ্গিরা। তবে ওই শহর ফের দখল করতে মরিয়া তারা। কিন্তু জঙ্গি গোষ্ঠীটির এই চেষ্টায় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে রাশিয়া।

সিএনএন ও ব্লুমবার্গের খবর, পামিরা শহরের পাশে জমায়েত হওয়া আইএস জঙ্গি ও অস্ত্রভাণ্ডার লক্ষ করে ভয়ানক মিসাইল হামলা চালিয়েছে রুশ নৌবাহিনী।

জানা গেছে, ভূমধ্যসাগর থেকে রুশ রণতরী ও সাবমেরিন ওই মিসাইল হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রুশ নৌসেনার ‘এডমিরাল এসেন’ নামের ফ্রিগেট ও ‘ক্রাসনডার’ নামের সাবমেরিন দুরপাল্লার মিসাইল হামলা চালিয়ে একাধিক আইএস ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ওই হামলায় সিরিয়ার রাকা থেকে পামিরায় এসে ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করা একদল জঙ্গি নিহত হয়েছে। তবে ওই হামলার আগে আমেরিকা ও তুরস্ককে জানানো হয়েছিল বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত বছর মার্চ মাসে রুশ সমর্থিত আসাদ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়ে পামিরা ছেড়ে পালিয়ে যায় আইএস। তার  কয়েকমাস পরেই আবার পামিরা দখল করে জঙ্গিগোষ্ঠীটি। অবশেষে চলতি বছরের মার্চ মাসে ফের আইএসের হাত থেকে পামিরা ছিনিয়ে নেয় আসাদ বাহিনী।

উল্লেখ্য, গত মাসেই সিরীয় সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল হানা চালায় আমেরিকা। কয়েকদিন আগেই এবার বিশ্বের মানচিত্র থেকে জঙ্গি সংগঠনটিকে একেবারে মুছে ফেলতে আমেরিকার সঙ্গে যোগ দেয় ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’ (ন্যাটো)।

সূত্র: সিএনএন ও ব্লুমবার্গ