কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত নয় এমন সংগঠন, সমিতি বা ক্লাবের নামে কোনো ধরনের সভা, সমাবেশ, মানববন্ধন কিংবা কর্মসূচি পালন না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-উপদেষ্টা অফিসে তালিকাভুক্ত নয় এমন কোনো সংগঠন বা সমিতির নামে ক্যাম্পাসে কোনো কর্মসূচি পালন করা যাবে না। কেবল তালিকাভুক্ত সংগঠন/সমিতি/ক্লাবগুলোই আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রম আয়োজন করতে পারবে।
এছাড়া তালিকাভুক্ত হতে হলে সংশ্লিষ্ট সংগঠনকে উপদেষ্টা পরিষদের তালিকা, গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কমিটি (উপদেষ্টা পরিষদের স্বাক্ষরসহ) ছাত্র-উপদেষ্টা অফিসে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।