সোমবার | ১২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক Logo রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন Logo গণভোট উপলক্ষে পলাশবাড়ীতে গণসচেতনতায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ  Logo শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫ পেলেন নুরুন্নাহার মুন্নি Logo ইরানে বিক্ষোভে নি*হত অন্তত ১৯২ Logo মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক। Logo স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশার উদ্যোগে ৩ শতা‌ধিক পথচারীর মাঝে খাবার বিতরণ

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৬:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইসিসির বর্ষসেরা (২০১৬) উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ‘কার্টার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার পেয়ে বাংলাদেশ ক্রিকেটে আরও একটি গৌরব বয়ে আনলেন ২১ বছর বয়সী এ বাঁহাতি পেসার।

পুরস্কারের জন্য বিবেচিত সময় গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে খেলে ৮ উইকেট নেন বিশ্ব ক্রিকেটের এই নতুন বোলিং সেনসেশন। একই সময়ে ১০ টি-টোয়েন্টিতে তার উইকেট ১৯টি।

বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে অবস্থান করছেন মুস্তাফিজ। এরই মধ্যে কিউইদের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনজুরি কাটিয়ে লম্বা বিরতির পর বোলিংয়ে ফিরেছেন তিনি। বৃহস্পতিবারের ম্যাচটিতে দুই উইকেট নেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই তারকাখ্যাতির জানান দেন মুস্তাফিজ। গোটা ক্রিকেট বিশ্বই যার বোলিং দেখে মুগ্ধ। এখন পর্যন্ত ৯টি ওয়ানডেতে ২৬টি উইকেট নিয়েছেন। বোলিং গড় ১২.৩৪। ইকোনমি রেট ৪.২৬। তার মধ্যে রয়েছে গত বছর ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট শিকারের কীর্তি।

আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ২২ বার উইকেট উদযাপন করেন। টেস্টে অবশ্য নিয়মিত নন মেস্তাফিজ। ইনজুরিমুক্ত ও ফিটনেস ঠিক রাখতেই তাকে এ ফরমেট থেকে দূরে রাখছে বিসিবি। সাদা পোশাকে দুই ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট।

অন্যদিকে, ২০১৬ সালের বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি বছরের সেরা টেস্ট ক্রিকেটারের আসনে বসেন ভারতীয় এই অফস্পিন অলরাউন্ডার। ওয়ানডে বর্ষসেরা হন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজ !

আপডেট সময় : ১১:২৬:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

আইসিসির বর্ষসেরা (২০১৬) উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ‘কার্টার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার পেয়ে বাংলাদেশ ক্রিকেটে আরও একটি গৌরব বয়ে আনলেন ২১ বছর বয়সী এ বাঁহাতি পেসার।

পুরস্কারের জন্য বিবেচিত সময় গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে খেলে ৮ উইকেট নেন বিশ্ব ক্রিকেটের এই নতুন বোলিং সেনসেশন। একই সময়ে ১০ টি-টোয়েন্টিতে তার উইকেট ১৯টি।

বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে অবস্থান করছেন মুস্তাফিজ। এরই মধ্যে কিউইদের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনজুরি কাটিয়ে লম্বা বিরতির পর বোলিংয়ে ফিরেছেন তিনি। বৃহস্পতিবারের ম্যাচটিতে দুই উইকেট নেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই তারকাখ্যাতির জানান দেন মুস্তাফিজ। গোটা ক্রিকেট বিশ্বই যার বোলিং দেখে মুগ্ধ। এখন পর্যন্ত ৯টি ওয়ানডেতে ২৬টি উইকেট নিয়েছেন। বোলিং গড় ১২.৩৪। ইকোনমি রেট ৪.২৬। তার মধ্যে রয়েছে গত বছর ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট শিকারের কীর্তি।

আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ২২ বার উইকেট উদযাপন করেন। টেস্টে অবশ্য নিয়মিত নন মেস্তাফিজ। ইনজুরিমুক্ত ও ফিটনেস ঠিক রাখতেই তাকে এ ফরমেট থেকে দূরে রাখছে বিসিবি। সাদা পোশাকে দুই ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট।

অন্যদিকে, ২০১৬ সালের বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি বছরের সেরা টেস্ট ক্রিকেটারের আসনে বসেন ভারতীয় এই অফস্পিন অলরাউন্ডার। ওয়ানডে বর্ষসেরা হন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।