নিউজ ডেস্ক:
ইরাকের মসুল শহর থেকে পালাতে যাওয়ার সময় দেশটির ১৪৫ জন নাগরিককে খুন করে তাদের মৃতদেহগুলি রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ঝুলিয়ে দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তথা আইএস। ইরাকের এক নিরাপত্তা অফিসার এই খবর দিয়েছেন।
ইরাকের সরকারি সংবাদমাধ্যম ‘এফে নিউজ’ জানিয়েছে, মসুল শহরের পাশেই রয়েছে আরেকটি শহর আল-ঝানজিলি। আইএসের ভয়ে সেখানকার মানুষ দলে দলে ইরাক ছেড়ে পালাতে চেয়েছিলেন অন্যদেশে। কিন্তু সীমান্ত পেরোনোর আগেই তাঁদের ধরে ফেলে আইএস জঙ্গিরা। তার পর ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ১৪৫ জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। তাঁদের মৃতদেহগুলি ঝুলিয়ে দেওয়া হয় ইলেকট্রিক পোস্টে।