নিউজ ডেস্ক:
ফের শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মঞ্চের নিন্দা উপেক্ষা করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো কিমের দেশ। এই নিয়ে গত একমাসে তিনবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম সূত্রের খবর, স্থানীয় সময় রবিবার সকালের দিকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত কুসং শহরের কাছাকাছি একটি স্থানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর আগে গতমাসে দেশটি দুই দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। যদিও সেগুলি সফল হয়নি। দুইবারই নিক্ষেপের কয়েক মিনিটের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরিত হয়।
চলতি বছর উত্তর কোরিয়ার পক্ষ থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আমেরিকার সঙ্গে দেশটির উত্তেজনা চরমে রয়েছে। উত্তর কোরিয়া দূরপাল্লার এমন ক্ষেপণাস্ত্র তৈরি করার চেষ্টা করছে যেগুলোর পরমাণু ওয়ারহেড বহন করে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক স্তরে নিন্দা ও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাম্প্রতিক বছরগুলোতে নিজের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তীব্রতর করেছে উত্তর কোরিয়া।