আফগানিস্তানে ফের ৫ হাজার সেনা পাঠাবে ট্রাম্প প্রশাসন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২০:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আফগানিস্তানে ফের ৫ হাজার সেনা সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটির তালেবানে জঙ্গি গোষ্ঠীকে দমনের উদ্দেশে এ বিশাল সংখ্যক সেনাসদস্য পাঠানোর সুপারিশ করছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম এনবিসি নিউজ। যদিও এর আগে এধরনের প্রস্তাবে অনুমতি দেয়নি ট্রাম্প প্রশাসন।

তবে ওয়াশিংটন পোস্টের খবরে এ সংখ্যা ৩ হাজার বলে উল্লেখ করা হয়েছে। তবে তারা ন্যাটে জোটের অন্যান্য দেশ থেকে আরো সেনা সদস্য যুক্ত হতে পারে বলে উল্লেখ করে। বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ৮ হাজার ৪০০ সেনা মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে মার্কিন বিশেষ বাহিনী আফগান সামরিক বাহিনীকে সহায়তা অব্যাহত রাখে। গত ফেব্রয়ারিতে আফগানিস্তানে কর্মরত মার্কিন জেনারেল জন নিকলসন সিনেট কমিটিকে জানান তার কয়েক হাজার সেনার ঘাটতি রয়েছে। আফগানিস্তানে অচলাবস্থা ভাঙতে তার আরো সেনা প্রয়োজন।

ধারণা করা হচ্ছে আগামী ২৫ মে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে সেনা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

সূত্র: এনবিসি নিউজ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ফের ৫ হাজার সেনা পাঠাবে ট্রাম্প প্রশাসন !

আপডেট সময় : ০২:২০:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭

নিউজ ডেস্ক:

আফগানিস্তানে ফের ৫ হাজার সেনা সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটির তালেবানে জঙ্গি গোষ্ঠীকে দমনের উদ্দেশে এ বিশাল সংখ্যক সেনাসদস্য পাঠানোর সুপারিশ করছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম এনবিসি নিউজ। যদিও এর আগে এধরনের প্রস্তাবে অনুমতি দেয়নি ট্রাম্প প্রশাসন।

তবে ওয়াশিংটন পোস্টের খবরে এ সংখ্যা ৩ হাজার বলে উল্লেখ করা হয়েছে। তবে তারা ন্যাটে জোটের অন্যান্য দেশ থেকে আরো সেনা সদস্য যুক্ত হতে পারে বলে উল্লেখ করে। বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ৮ হাজার ৪০০ সেনা মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে মার্কিন বিশেষ বাহিনী আফগান সামরিক বাহিনীকে সহায়তা অব্যাহত রাখে। গত ফেব্রয়ারিতে আফগানিস্তানে কর্মরত মার্কিন জেনারেল জন নিকলসন সিনেট কমিটিকে জানান তার কয়েক হাজার সেনার ঘাটতি রয়েছে। আফগানিস্তানে অচলাবস্থা ভাঙতে তার আরো সেনা প্রয়োজন।

ধারণা করা হচ্ছে আগামী ২৫ মে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে সেনা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

সূত্র: এনবিসি নিউজ