নিউজ ডেস্ক:
হাওর থেকে সংগ্রহ করা মৃত মাছ, হাঁস, পানি ও মাটি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে পরমাণু শক্তি কমিশনে। ৫ মে’র মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
তদন্তকারী দল দাবী করেছে, হাওরে মাছ ও হাঁসের মৃত্যুর জন্য ইউরেনিয়াম নয়, অন্য কিছু দায়ী। পরমাণু শক্তি কেন্দ্রের পরীক্ষায় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে আশা করা হচ্ছে।
হাওরে বন্যায় ফসল তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ১২শ’ মেট্রিকটন মাছ আর ৩৮০০ হাঁসের মৃত্যু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ২১ ও ২২ এপ্রিল পরমাণু শক্তি কমিশনের দুটি তদন্তদল ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় যায়। মৃত মাছ, হাঁস, হাওরের পানি ও মাটিসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্তদল। একই সঙ্গে এসবে ইউরেনিয়ামের মাত্রা পরীক্ষা করে প্রাথমিক রিপোর্ট জানায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে।