পাক-ভারত সীমান্তে অতিরিক্ত সুখোই মোতায়েন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১২:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তানকে চাপে রাখতে পাক-ভারত সীমান্তের হালওয়ারা বিমানঘাঁটির ক্ষমতা বাড়ানো হয়েছে। সেখানে অতিরিক্ত অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান মোতায়েন করেছে ভারতীয় বিমানবাহিনী। ভারতীয় বিমানবাহিনীর ‘ভ্যালিয়ান্ট’ স্কোয়াড্রনে যুক্ত করা হয়েছে এই বিমানগুলো।

ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার কথা মাথায় রেখেই এই অতিরিক্ত সুখোই মোতায়েন বলে জানা গেছে। যা আরও শক্তিশালী করবে সীমান্তের নিরাপত্তা।

এর আগে ১৯৬৩ সালে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আক্রমণাত্মক ফাইটার স্কোয়াড্রন হিসাবে অভিষেক হয়েছিল ভ্যালিয়ান্টের৷এতে রয়েছে তিন প্রকারের যুদ্ধ বিমান- ভ্যামপায়ার, স্পিটফায়ার ও সু-৭।

দীর্ঘ ৫৪ বছরের যাত্রায় একাধিক স্থান পরিবর্তন করেছে এই স্কোয়াড্রন। ১৯৭১ সালে যুদ্ধ ও কার্গিলের সময়ও কাজে লাগানো হয়েছিল এই স্কোয়াড্রনকে।  মিগ-২৩এস ছিল এই স্কোয়াড্রনের প্রথম যুদ্ধ বিমান যা কার্গিলের সময় ব্যবহার করা হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাক-ভারত সীমান্তে অতিরিক্ত সুখোই মোতায়েন !

আপডেট সময় : ১২:১২:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

পাকিস্তানকে চাপে রাখতে পাক-ভারত সীমান্তের হালওয়ারা বিমানঘাঁটির ক্ষমতা বাড়ানো হয়েছে। সেখানে অতিরিক্ত অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান মোতায়েন করেছে ভারতীয় বিমানবাহিনী। ভারতীয় বিমানবাহিনীর ‘ভ্যালিয়ান্ট’ স্কোয়াড্রনে যুক্ত করা হয়েছে এই বিমানগুলো।

ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার কথা মাথায় রেখেই এই অতিরিক্ত সুখোই মোতায়েন বলে জানা গেছে। যা আরও শক্তিশালী করবে সীমান্তের নিরাপত্তা।

এর আগে ১৯৬৩ সালে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আক্রমণাত্মক ফাইটার স্কোয়াড্রন হিসাবে অভিষেক হয়েছিল ভ্যালিয়ান্টের৷এতে রয়েছে তিন প্রকারের যুদ্ধ বিমান- ভ্যামপায়ার, স্পিটফায়ার ও সু-৭।

দীর্ঘ ৫৪ বছরের যাত্রায় একাধিক স্থান পরিবর্তন করেছে এই স্কোয়াড্রন। ১৯৭১ সালে যুদ্ধ ও কার্গিলের সময়ও কাজে লাগানো হয়েছিল এই স্কোয়াড্রনকে।  মিগ-২৩এস ছিল এই স্কোয়াড্রনের প্রথম যুদ্ধ বিমান যা কার্গিলের সময় ব্যবহার করা হয়েছিল।