বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ক্ষমতা গ্রহণের শততম দিন উদযাপনের অপেক্ষায় ট্রাম্প !

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতারোহণের শততম দিন উপলক্ষ্যে নেওয়া হচ্ছে বড় ধরনের প্রস্তুতি। বিশেষ এ দিনটি উদযাপন করার ঘোষণা দিয়েছেন তিনি। আয়োজন করা হচ্ছে বড় ধরনের সমাবেশের। আগামী ২৯ এপ্রিল পেনসিলভানিয়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্প ঘোষণা দিয়ে বলেন, ‘রোববার রাতে আমি পেনসিলভানিয়ায় এক বিশাল সমাবেশ করতে যাচ্ছি। অপেক্ষায় থাকুন। ‘ এর আগে শুক্রবার শততম দিনে ট্রাম্পের অর্জন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলেন ট্রাম্প। টুইটার পোস্টে তিনি লেখেন, ‘এই শততম দিনের হাস্যকর মানদণ্ডেও যা-ই অর্জন করে থাকি না কেন, মিডিয়া তা ধামাচাপা দেবেই। আর এ অর্জন অনেক বিশাল। ‘

উল্লেখ্য, প্রেসিডেন্টের শততম দিন উদযাপনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সময় থেকে দিনটি উদযাপন শুরু হয়। তিনি তার শাসনামলের শত দিনের মধ্যেই ১৫টি বড় বড় আইন প্রণয়ন করেন। ওই সময়েই কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও প্রভাব থাকে সবচেয়ে বেশি। ট্রাম্পও নিজের নির্বাচনী প্রচারণার সময় প্রথম ১০০ দিনের কথা উল্লেখ করেছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular