পাইলটের মানবিকতা !

  • আপডেট সময় : ০৬:২৩:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আবুধাবি হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য দুই যাত্রী এতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেছিলেন। প্লেনটি যখন রানওয়েতে ওড়ার জন্য তৈরি হচ্ছে তখন জানতে পারেন, নাতী হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে ভর্তি।

তারা তখন বার্তাটি বিমানের একজন কেবিন ক্রুকে জানান। কেবিন ক্রু ফ্লাইটের ক্যাপ্টেনের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেন। এটা জানার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন তখন রানওয়ে থেকে বিমানটিকে টার্মিনালে ফিরিয়ে আনেন।

ওই দুই যাত্রী এবং তাদের মালামাল বিমান থেকে নামানো হয়। তারা যাতে দ্রুত হাসপাতালে যেতে পারেন সেই ব্যবস্থাও করা হয়। ঠিক যে সময়টিতে এতিহাদের ওই ফ্লাইটটি অস্ট্রেলিয়াতে অবতরণ করার কথা ছিল, সেই সময়ে নাতীর মৃত্যু ঘটে।

যাত্রী দুজন তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। কিন্তু নাতীকে শেষ বিদায় জানাতে পেরে পাইলটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। শুধু ওই দুই যাত্রীই নয়, ঘটনাটির কথা যারা শুনেছেন সবাই পাইলটের মানবিকতার প্রশংসা করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাইলটের মানবিকতা !

আপডেট সময় : ০৬:২৩:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আবুধাবি হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য দুই যাত্রী এতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেছিলেন। প্লেনটি যখন রানওয়েতে ওড়ার জন্য তৈরি হচ্ছে তখন জানতে পারেন, নাতী হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে ভর্তি।

তারা তখন বার্তাটি বিমানের একজন কেবিন ক্রুকে জানান। কেবিন ক্রু ফ্লাইটের ক্যাপ্টেনের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেন। এটা জানার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন তখন রানওয়ে থেকে বিমানটিকে টার্মিনালে ফিরিয়ে আনেন।

ওই দুই যাত্রী এবং তাদের মালামাল বিমান থেকে নামানো হয়। তারা যাতে দ্রুত হাসপাতালে যেতে পারেন সেই ব্যবস্থাও করা হয়। ঠিক যে সময়টিতে এতিহাদের ওই ফ্লাইটটি অস্ট্রেলিয়াতে অবতরণ করার কথা ছিল, সেই সময়ে নাতীর মৃত্যু ঘটে।

যাত্রী দুজন তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। কিন্তু নাতীকে শেষ বিদায় জানাতে পেরে পাইলটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। শুধু ওই দুই যাত্রীই নয়, ঘটনাটির কথা যারা শুনেছেন সবাই পাইলটের মানবিকতার প্রশংসা করেছে।