কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের কামারখন্দে অগ্নিকান্ডে সাতটি ঘর ভস্মিভুত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী পূর্বপাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানায় তাদের নগদ অর্থ সহ প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘরের মধ্যে থাকা নগদ অর্থ, ধান, চাল, ডাল, কাপড়চোপর সহ বাড়ির দলিলাদি ও স্কুল কলেজে পড়–য়া ছাত্রছাত্রীদের সনদপত্র গুলোও পুড়ে ছাই হয়ে গেছে। দিনমজুর এসব পরিবার সব হারিয়ে তারা এখন নিঃস্ব। কোথায় থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত তা সবারই অজানা। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের গাফিলতি ও কামারখন্দ সাব জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে বার বার ফোন করেও কোন সারা পাওয়া যায়নি যার কারণে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এমন অভিযোগও রয়েছে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর।
কামারখন্দ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনির হোসেন জানান, মোবাইল না ধরার বিষয়টি ভিত্তিহীন। মোবাইলে কল রিসিভ করার কারণে মোবাইল ব্যস্ত থাকে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের অর হাউজ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হওয়ার পর কড্ডা মোড় নামক স্থানে পোঁছলে ফোন করে বলা হয় আগুন নিভে গেছে পরে আমরা ঘটনাস্থলে না গিয়ে অফিসে ফিরে আসি।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন জানান, আমি সহ উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের ত্রাণ দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।